AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভয়াবহ সহিংসতা বেড়েই চলছে হরিয়ানায়, ১৪৪ ধারা জারি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৪১ পিএম, ২ আগস্ট, ২০২৩
ভয়াবহ সহিংসতা বেড়েই চলছে হরিয়ানায়, ১৪৪ ধারা জারি

ভারতের হরিয়ানা রাজ্যে ধর্মীয় সহিংসতা টানা দ্বিতীয় দিনের মতো বেড়েই চলছে। নুহ ও গুরুগ্রামের পর মঙ্গলবার (০১ আগস্ট) আরও একটি জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

 

অঞ্চলটিতে বুধবার (২ আগস্ট) পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ভারতীও গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

 

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হরিয়ানার গুরুগ্রামে একদল দুর্বৃত্তরা একটি রেস্তোরাঁয় হামলা চালায় এবং ভাংচুরের পর তারা সেখানে লুটপাটও চালায়। গুরুগ্রাম ছাড়া বাদশাপুরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে আজ বিকেলে। এছাড়া কয়েকটি দোকানপাটে আগুনও দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০০ জনের একটি দল ভাঙচুর করে এবং দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয়।


প্রতিবেদনে আরও বলা হয়, গত সোমবার (৩১ জুলাই) এক ধর্মীয় শোভাযাত্রা থেকেই এই সংঘাতের শুরু হয় যা ইতিমধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। এখন পর্যন্ত নিহত হয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন অন্তত ৭০ জন। আপাতত পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশের প্রায় কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এরপরও ওই অঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৪৪ ধারার সময়সীমা আজ বুধবার (২ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে অঞ্চলগুলোতে ইন্টারনেটের সংযোগও বন্ধ রাখা রয়েছে। কর্তৃপক্ষ নতুন করে সংঘাতময় এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে।


পুলিশ জানিয়েছে, চলমান সংঘাতের পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সহিংসতার ঘটনায়  ইতিমধ্যে প্রায় অর্ধশত এফআইআর দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে অন্তত ৭০ জনকে।

 

এছাড়া রাজ্য মুখ্যমন্ত্রী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা বাসীকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন।

 

একুশে সংবাদ/জ/এসএপি

Link copied!