চাল রপ্তানি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জর্ডান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, আভ্যন্তরীণ চালের বাজার স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রুশ ফেডারেশন মন্ত্রিসভা টেলিগ্রাম চ্যানেলকে দেওয়া এক বিবৃতিতে একথা জানা যায়।
বিবৃতিতে বলা হয়, ইউরোশিয়ান অর্থনৈতিক ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ, আবখাজিয়া ও সাউথ অসেটিয়া এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া বিদেশে মানবিক সাহায্য হিসেবে চাল প্রদানও অব্যাহত থাকবে।
জানা গেছে, ধানের ফলন কম হওয়ায় চাল উৎপাদন হ্রাস পেয়েছে রাশিয়ায়। ফলে চালের জন্য অভ্যন্তরীণ চাহিদা অনেক বেড়ে গেছে। দেশের একটা বড় সংখ্যক বাসিন্দার দৈনন্দিন খাদ্য ভাত এবং চালজাত অন্যান্য খাবার।
একুশে সংবাদ/য/এসএপি
আপনার মতামত লিখুন :