ভাগনার গ্রুপের বিদ্রোহ প্রমাণ করে পুতিনের `পতনঘণ্টা` বেজে গেছে বলে মন্তব্য করেছেন কিয়েভ কর্মকর্তারা। তারা বলেন, ইউক্রেনে ধ্বংসাত্মক যুদ্ধ পরিচালনা পুতিনের কৌশলগত বড় একটি ভুল। আর এই নাটকীয়তার জেরেই পুতিনের পতন ঘটবে। খবর বিবিসির
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক বলেন, `আমি মনে করি, পুতিনের পতনের কাউন্টডাউন শুরু হয়েছে।`
এক বিফ্রিংয়ে কিয়েভ জানায়, রাশিয়া প্রথম ইউক্রেনে আক্রমণ করে ক্রিমিয়া উপদ্বীপ দখল করার জন্য। ২০১৪ সাল থেকে ইউক্রেন যা দেখছে- তা পুরো বিশ্বের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।
বিফ্রিংয়ে আরও বলা হয়, রাশিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্র। আর দেশটির রাষ্ট্রনায়কের বাস্তবতার সঙ্গে কোন সম্পর্ক নেই। বিশ্বের প্রতিটা দেশের উচিত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।
বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে ইউক্রেনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, পুতিন কখনও এই যুদ্ধের ভয়াবহতা থেকে বেরিয়ে আসতে পারবে না।
তারা জানায়, গতবছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করা পুতিনের ভুল সিদ্ধান্ত ছিলো, এর জন্য তাকে খেসারত দিতে হবে।
একুশে সংবাদ/স.ট.জাহা
আপনার মতামত লিখুন :