AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদির বাদশার অতিথি হয়ে হজ করবেন ৯০ দেশের ১৩০০ জন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২২ এএম, ১৮ জুন, ২০২৩
সৌদির বাদশার অতিথি হয়ে হজ করবেন ৯০ দেশের ১৩০০ জন

চলতি বছর হজ পালনের জন্য বিশ্বের ৯০টি দেশ থেকে ১ হাজার ৩০০ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান। তার অতিথি হয়ে প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ হজ করে থাকেন। এসব মুসলিমের হজের সমস্ত ব্যয়ভার সৌদি সরকার বহন করে।

 

দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, কল অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আল-শেখ বলেন, ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পোর্ক উন্নয়নে যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন। বাদশাহ সালমানের নির্দেশনায় সৌদি আরব ইসলাম ও মুসলমানদের সেবায় যে বার্তা দিচ্ছে, এতে বিশ্বের জনগণের মধ্যে ইসলামী ঐক্যের বন্ধন আরও গভীর হচ্ছে।

 

সৌদি প্রেস এজেন্সিকে আল-শেখ বলেন, এই অসাধারণ আয়োজন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজার খানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।

 

এদিকে চলতি মাসের শুরুতে এক হাজার ফিলিস্তিনি হজযাত্রীর জন্য এ বছরের হজ পালনের ব্যবস্থা করার নির্দেশ দেন বাদশাহ সালমান।

 

যেসব দেশের মুসলিমরা বাদশার অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

 

অপরদিকে, সেনেগাল থেকে সুযোগ পাওয়া হজযাত্রীদের প্রথম দলের মোট ৫৫৪ জন মক্কায় পৌঁছেছেন। সেনেগালের হজ অ্যাফেয়ার্স অফিসের কর্মকর্তারা এই দেওয়া সুযোগ-সুবিধার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

Link copied!