ভারতে নারী সহকর্মীকে যৌন হয়রানির দায়ে তামিলনাড়ু রাজ্য পুলিশের সাবেক মহাপরিচালক (ডিজি) রাজেশ দাসকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এক নারী কর্মকর্তার যৌন হয়রানির অভিযোগে তামিলনাড়ুর ভিলুপুরমের একটি আদালত শুক্রবার (১৬ জুন) বরখাস্তকৃত ওই আইপিএস কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
নারী আইপিএস কর্মকর্তা ২০২১ সালের ফেব্রুয়ারিতে শীর্ষ ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খবর এনডিটিভি।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই কর্মকর্তাসহ পুলিশের আরও কয়েক কর্মকর্তা যখন সেইসময়কার চিন্নাইয়ের মুখ্যমন্ত্রী এডাপ্পাদি কে পালানিসামির নিরাপত্তার দায়িত্বে গিয়েছিলেন তখন রাজেশ দাস তাকে যৌন হেনস্তা করেন।
অভিযোগের ভিত্তিতে রাজেশ দাসকে তখনকার অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুনেত্রা (এআইএডিএম) সরকার বরখাস্ত করে এবং তদন্তের জন্য একটি ছয় সদস্যের কমিটি গঠন করে।
প্রসিকিউশন দলের একজন সদস্য বলেছেন, ‘এই মামলার বিচার চলাকালে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তাসহ ৬৮ জনের বক্তব্য রেকর্ড করা হয়।’
একুশে সংবাদ/য/এসএপি
আপনার মতামত লিখুন :