আবু ধাবিতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন সহ ৬ জন নিহত হয়েছেন আর আহত হয়েছে আরও সাতজন। খবর গলফ নিউজের।
মঙ্গলবার (২৩ মে) এ ঘটনা ঘটে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুত্বর। বাকী পাঁচজনের অবস্থাও মোটামুটি। কর্তৃপক্ষ জানায় আবু দাবির বানি ইয়াসে অবস্থিত আল মোয়াজেজ এলাকায় একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। তারা হলেন, ফাতেমা এমএইচ, শায়েখা এমএইচ এবং মনা এমএইচ। এছাড়া একটি শিশু রয়েছে। ওই শিশুর নাম খালেদ একেএইচ। অগ্নিকাণ্ডে সময় তারা সবাই ঘুমে ছিল।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে ছুঁটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে অপারেশন রুম থেকে আগুনের সূত্রপাত হয়।
ভবনে আগুন লাগার পরই উদ্ধারকর্মীরা অন্যদের সরিয়ে নেয়। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :