AB Bank
ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে হামলাকারীসহ গুলিতে নিহত ৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৪ পিএম, ১৬ মে, ২০২৩
যুক্তরাষ্ট্রে হামলাকারীসহ গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এসময় গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। খবর রয়টার্সের।

 

স্থানীয় সময় সোমবার (১৫ মে) ভোরে দেশটির নিউ মেক্সিকো রাজ্যের ফার্মিংটন শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনার পরে এক সংবাদ ব্রিফিংয়ে ফার্মিংটন পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ অব অপারেশনস বারিক ক্রাম বলেন, এক ব্যক্তি আশপাশের মানুষের ওপর গুলি চালানোর এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।

 

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেস বলেন, বন্ধুকধারীর হামলায় তিনজন বেসামরিক লোক নিহত এবং দুজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশ জানায়, বন্দুকধারী একজন ১৮ বছর বয়সী তরুণ। তিনি একাই হামলা চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলায় নিহতদের সম্পর্কে অবশ্য কোনো তথ্য জানানো হয়নি।

 

পুলিশ আরও জানায়, আহত দুই পুলিশ কর্মকর্তার মধ্যে একজন ফার্মিংটন পুলিশ বিভাগে এবং অপরজন নিউ মেক্সিকো স্টেট পুলিশে কর্মরত। তাদেরকে সান জুয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। আহত চার বেসামরিক নাগরিকের অবস্থা জানা যায়নি।

 

বন্দুক সহিংসতার কারণে ফার্মিংটনের বেশ কয়েকটি পাবলিক স্কুল নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই বলে পুলিশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে। শহরটিতে ৪৬ হাজার মানুষ বাস করেন।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!