AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুদানে ইইউ রাষ্ট্রদূতের ওপর হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১২ পিএম, ১৮ এপ্রিল, ২০২৩
সুদানে ইইউ রাষ্ট্রদূতের ওপর হামলা

সুদানে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন। তবে হামলায় রাষ্ট্রদূত গুরুতর আহত হননি বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, সুদানে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আইদান ও’হারা দেশটির রাজধানী খার্তুমে তার বাসভবনে হামলার শিকার হয়েছেন।

 

তবে আইরিশ এই কূটনীতিক ‘গুরুতরভাবে আহত হননি’ বলে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন নিশ্চিত করেছেন। তিনি এই হামলাকে ‘কূটনীতিকদের সুরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতার চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

 

দেশটির সামরিক বাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-র সংঘর্ষ চলছে। গত শনিবার থেকে শুরু হওয়া প্রথম তিন দিনের এই লড়াইয়ে ১৮৫ জন নিহত এবং ১ হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছেন। দুই বাহিনীর মধ্যকার এই সংঘর্ষে রাজধানী খার্তুমে বিমান হামলা, আর্টিলারি এবং ভারী গোলাগুলির ব্যবহারও দেখা যাচ্ছে।

 

সংবাদমাধ্যম বলছে, সুদানের সেনাবাহিনী এবং কুখ্যাত আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-র মধ্যে ক্ষমতার লড়াই দেশটিকে অস্থিতিশীল করে তুলেছে। রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন এবং সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী বাহিনীর মধ্যে লড়াই চলছে।

 

একুশে সংবাদ.কম/আ.ট.প্র/জা.হা

Link copied!