AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেবি পাউডারে ক্যান্সার: ৮৯০ কোটি টাকা দেবে জনসন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:১৩ পিএম, ৫ এপ্রিল, ২০২৩
বেবি পাউডারে ক্যান্সার: ৮৯০ কোটি টাকা দেবে জনসন

জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার এবং ট্যালক পণ্য ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হয়। বিশ্বজুড়ে এ সংক্রান্ত সব অভিযোগ নিষ্পত্তিতে ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার পরিশোধ করবে তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯০ কোটি টাকা। আগামী ২৫ বছরে এ অর্থ শোধ করা হবে।

 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, মঙ্গলবার (৪ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন। এক সিকিউরিটিজ ফাইলিংয়ে নিষ্পত্তির এ প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।

 

জনসনের পণ্যে ক্যান্সারের উদ্রেক ঘটে। ৬০ হাজারের বেশি মানুষ এ দাবি করেছেন। পরিপ্রেক্ষিতে কোম্পানিটির প্রস্তাবে সমর্থন দিয়েছেন তারা। দেউলিয়া আদালতে তা অনুমোদন হবে।

 

জনসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মামলার দেখভাল করেন ভাইস প্রেসিডেন্ট এরিক হাস। এক বিবৃতিতে তিনি বলেন, প্রস্তাবিত পুনর্গঠন পরিকল্পনার মাধ্যমে বিষয়টির সমাধান করা আরও ন্যায়সঙ্গত ও সুনিপুণ হবে। অভিযোগকারীদের সময়মতো ক্ষতিপূরণ দেয়া হবে।

 

এরিক বলেন, আমাদের পণ্য ব্যবহারে মানুষের স্বাস্থ্যে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিদ্ধ। এখন পর্যন্ত জনসন অ্যান্ড জনসন এর ওপর আলোকপাত করে আসছে।

 

তবে আবারো অভিযোগ অস্বীকার করেছে মার্কিন কোম্পানিটি। তাদের দাবি, তারা বিশ্বাস করে; এ দাবিগুলো বিশেষ এবং বৈজ্ঞানিক যুক্তির অভাব রয়েছে।

 

ইতোমধ্যে বিশ্বব্যাপী বেবি পাউডার বিক্রি বন্ধ করেছে জনসন অ্যান্ড জনসন। এর আগে হাজার হাজার ক্রেতা দাবি করেন, ট্যালক পণ্যে ক্যান্সার সৃষ্টি হয়। ফলে মামলা করেন তারা। সেই প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিলো জনসন অ্যান্ড জনসন।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

Link copied!