AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমারের নাগরিকের হাতে প্রাণ গেল বাংলাদেশির


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৩৬ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৩
মিয়ানমারের নাগরিকের হাতে প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং জেলার মেংকিবোল রোডের একটি শ্রমিক হোস্টেলে মোহাম্মদ রুবেল হাওলাদার (৩১) নামের  এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে মিয়ানমারের একদল নাগরিক।

 

স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারী) ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন মোহাম্মদ নোহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ক্লুয়াং জেলার মেংকিবোল রোডের একটি শ্রমিক হোস্টেলে একটি শসা গাছ রোপণ করা নিয়ে মিয়ানমার ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মোহাম্মদ রুবেল হাওলাদার নামের এক বাংলাদেশি গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য এনচে বেসার হাজ্জাহ খালসোম হাসপাতালে ভর্তি করা হয়। 

 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের চিকিৎসক রুবেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। 

 

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২১ থেকে ৪১ বছর বয়সী মিয়ানমারের পাঁচ শ্রমিক এবং ৩০ থেকে ৪০ বছর বয়সী পাঁচ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ০.৬ মিটার লম্বা একটি লাল হাতল ও ০.৯ মিটার লম্বা দুটি লোহার পাইপসহ একটি ছুরি জব্দ করেছে।

 

এ ঘটনায় দণ্ডবিধির ১৪৮/৩২৬ ধারায় প্রাথমিকভাবে খোলা তদন্তপত্রের পরিবর্তে এখন দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী হত্যা মামলার তদন্ত চলছে এবং আসামিদের আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!