AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে মোরালিটি পুলিশকে বাতিল ঘোষণা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:০৪ পিএম, ৪ ডিসেম্বর, ২০২২
ইরানে মোরালিটি পুলিশকে বাতিল ঘোষণা

ইরানে পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যু ও হিজাব বিতর্কের মধ্যেই দেশটি মোরালিটি পুলিশকে বাতিল ঘোষণা করেছে। রোববার (৪ নভেম্বর) স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। খবর এনডিটিভির।

 

এ নিয়ে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি জানিয়েছেন, বিচারকার্যে মোরালিটি পুলিশের কোনো ভূমিকাই নেই। তাই মোরালিটি পুলিশকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর একদিন আগেই জানিয়েছিলেন, নারীদের হিজাব পরার আইনটি পরিবর্তন করা হবে কিনা তা বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে পার্লামেন্ট এবং বিচারবিভাগ মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

 

ইরানে ২০০৬ সালে মোরালিটি পুলিশ কার্যক্রম শুরু করে। বের আনুষ্ঠানিক নাম হচ্ছে গাস্ত-ই-এরশাদ বা পথপ্রদর্শন সংক্রান্ত পুলিশ। যাদের কাজই হলো দেশজুড়ে শালীনতা ও হিজাবের সংস্কৃতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। মূলত ইরানের কট্টোরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করে পুলিশ বিভাগের বিশেষ এই শাখা।

 

তবে সময়ের সাথে সাথে এ নিয়ে বিতর্ক ও অসন্তোষও দানা বেধে উঠছিল। যার চূড়ান্ত ফল হলো মাহশা আমিনির মৃত্যু ও হিজাব বিরোধী চরম আন্দোলন। আন্দোলন চলমান অবস্থাতেও বহু মানুষকে হত্যা ও আহত করার অভিযোগ আছে এই মোরালিটি পুলিশের বিরুদ্ধে। তাই ব্যাপক বিতর্কের মুখে অবশেষে বিলুপ্ত করা হয়েছে পুলিশের বিশেষ এই শাখাকে।

 

একুশে সংবাদ.কম/যট/জাহাঙ্গীর

Link copied!