AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুতিনের সঙ্গে কথা বলতে সম্মত বাইডেন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৫০ পিএম, ২ ডিসেম্বর, ২০২২
পুতিনের সঙ্গে কথা বলতে সম্মত বাইডেন

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শর্তসাপেক্ষে কথা বলতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

 

বৃহস্পতিবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর রাষ্ট্রীয় সফরকালে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন জানান, এখনই পুতিনের সাথে যোগাযোগ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে তিনি আলোচনার পথ খোলা রেখেছেন।

 

মার্কিন বাইডেন বলেন, পুতিন যুদ্ধের ইতি টানতে চাইলে আমি এবং আমার ন্যাটো সদস্যভুক্ত মিত্ররা তার বসবো এবং জানবো তিনি কী চান। তবে তার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি তা চান না। তিনি যা করছেন তা এক ধরনের অসুস্থতা।

 

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রাথমিকভাবে যে হিসাব করেছিলেন তা একে একে ভুল প্রমানিত হচ্ছে।

 

এদিকে সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, তিনি পুতিনের সাথে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাবেন।

 

উল্লেখ্য, দীর্ঘ নয় মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হয়। যুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটি অঞ্চল হারিয়েছে ইউক্রেন। তবে রুশ সৈন্যকর্তৃক দখল হওয়া কিছু কিছু অঞ্চল পুনর্দখলও করেছে ইউক্রেনীয় বাহিনী।

 

একুশে সংবাদ/বিবিসি/পলাশ

Link copied!