AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিমালয়ে তুষারধসে নিহত বেড়ে ১৯, নিখোঁজ ১০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০৯ পিএম, ৭ অক্টোবর, ২০২২
হিমালয়ে তুষারধসে নিহত বেড়ে ১৯, নিখোঁজ ১০

হিমালয়ের ভারতীয় অংশে একদল পর্বতারোহী প্রশিক্ষণের সময় তুষার ধসে চাপা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছে।

 

পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ শুক্রবার (৭ অক্টোবর) বলেছে, খারাপ আবহাওয়ার কারণে চতুর্থ দিনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

 

উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডের দ্রৌপদী কা ডান্ডা দ্বিতীয় পর্বতের চূড়ার কাছে মঙ্গলবারের (৪ অক্টোবর) বিশাল তুষারধসে একদল আরোহণকারী প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষক আটকে পড়ে৷

 

রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র রিধিম আগরওয়াল এএফপিকে বলেন, ‘১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।’

 

প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উদ্ধার অভিযান দিনের জন্য আবার শুরু হয়েছে কিন্তু আবহাওয়ার ওপর সেটি নির্ভর করছে।’

 

পুলিশ, দুর্যোগ কর্তৃপক্ষ এবং ভারতীয় বিমান বাহিনী অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার জন্য মোতায়েন করা হয়েছে, তুষার ও বৃষ্টিপাত সত্ত্বেও পাহাড় থেকে সফলভাবে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

 

প্রশিক্ষণার্থী পর্বতারোহীদের ওই দলটি কাছের ‘নেহরু ইন্সটিটিউট অব মাউনটেইনিং’ এর সদস্য ছিল। ইন্সটিটিউটটির পক্ষ থেকে বলা হয়, যে সময় তুষার ধস শুরু হয় ওই সময় দলটি উত্তরাখণ্ডের ৫,৬৭০ মিটার উঁচু মাউন্ট দ্রৌপদী দণ্ড-২ থেকে ফিরে আসছিল।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!