AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চান জেলেনস্কি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৩ পিএম, ৪ আগস্ট, ২০২২
যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চান জেলেনস্কি

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের সহায়তার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

বৃহস্পতিবার (৪ আগস্ট) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

 

সাক্ষাৎকারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে‘সরাসরি আলোচনার’ আগ্রহের কথা জানান জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর বেইজিংয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহারেরও আহ্বান জানান জেলেনস্কি।

 

চীন প্রসঙ্গে জেলেনস্কি জানান, ‘এটি খুবই শক্তিশালী একটি রাষ্ট্র। এর অর্থনীতি শক্তিশালী … সুতরাং, দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়াকে প্রভাবিত করতে পারে। এবং চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।’

 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে জুমে ৪০ মিনিটের এই সাক্ষাৎকারটি ছিল এশিয়ার কোনো গণমাধ্যমে ভলোদিমির জেলেনস্কির প্রথম সাক্ষাৎকার।

 

জেলেনস্কি জানান, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতার জন্য চেষ্টা চালিয়ে আসছেন। তবে এখনও পর্যন্ত সেটি সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!