AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নদীতে, মৃত ১৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:০৭ পিএম, ১৮ জুলাই, ২০২২
সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নদীতে, মৃত ১৩

 

ভারতের মধ্যপ্রদেশে নর্মদা নদীতে সেতুর রেলিং ভেঙে যাত্রীবোঝাই বাস পড়ে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

 

সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, আগরা-মুম্বই হাইওয়ে ধরে ইনদওর থেকে পুণে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। পুলিশ সূত্রে জানা যায়, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন।

 

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

 

একুশে সংবাদ.কম/আ.ব.জা.হা

Link copied!