AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৯ পিএম, ১৬ মে, ২০২২
সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ

 

হর্ণ অব আফ্রিকা নামে খ্যাত সোমালিয়ায় আইনপ্রণেতাদের ভোটে হাসান শেখ মোহাম্মদ দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

রোববার (১৫ মে) নিরাপত্তার কারণে বিমানবন্দরের একটি কম্পাউন্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্রোহীদের হামলার আশঙ্কা থাকায় সাধারণ নির্বাচনের পরিবর্তে আইন প্রণেতাদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় এবার। ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজধানী মোগাদিসুতে কারফিউ জারি করা হয়।

 

২১৪ ভোট পেয়ে  দ্বিতীয় বারের মত দেশটির  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হাসান শেখ মোহাম্মদ।  এর আগে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। 

 

ম্যারাথন এই ভোটে মোট প্রার্থী ছিল ৩৬ জন। ভোটগ্রহণ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ৩২৮ জন আইনপ্রণেতা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন । একজন ভোটদানে বিরত থাকেন এবং তিনটি ভোট নষ্ট হয়।

 

বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজো পেয়েছেন ১১০ ভোট। তিনি ২০১৭ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালে তার মেয়াদ শেষ হয়।

 

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশের রাজনৈতিক সংকট কাটবে বলে আশা করছেন সোমালিয়ার নাগরিকরা।


সূত্র: আল-জাজিরা, বিবিসি


একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

Link copied!