AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের দিল্লির তাপমাত্রা কমে ৪.৬


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২২ এএম, ১৯ ডিসেম্বর, ২০২১
ভারতের দিল্লির তাপমাত্রা কমে ৪.৬

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা একদিনের ব্যবধানে আরো কমল। 

রোববার (১৯ ডিসেম্বর) ভারতের আবহাওয়া অধিদফতর আজ সকালে দিল্লির সফদারজং এলাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে।

এ সময় সংস্থাটি জানিয়েছে, সকালে সফদারজং এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে অবশ্য আবহাওয়া অধিদফতর থেকে ইঙ্গিত দেওয়া ছিল রোববার নাগাদ তাপমাত্রা আরো কমতে পারে। 

এদিকে তামপাত্রা কমে যাওয়ার পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলীয় বিভ্ন্নি এলাকায় উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় এলাকা ও উত্তর রাজস্থানে ঠান্ডায় লোকজন কাবু হয়ে পড়েছেন। শীত নিবারণে তারা রাস্তার পাশে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে রাখছেন।

এছাড়াও আগের দিনের মতো এদিন সকালেও দিল্লির বায়ুর মানেরও কোনো উন্নতি হতে দেখা যায় নি। উল্টো আগের দিনের চেয়ে বায়ুর মান আরো খারাপ হয়েছে বলে জানানো হয়েছে। সূত্র:এএনআই,এনডিটিভি।

একুশে সংবাদ/রাফি

Link copied!