AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাইজেরিয়াতে  ২৪০ বন্দি ছিনতাই করেছে বন্ধুকধারীরা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৪৬ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১
নাইজেরিয়াতে  ২৪০ বন্দি ছিনতাই করেছে বন্ধুকধারীরা

গুলি করে ও বিষ্ফোরণ ঘটিয়ে বন্দিদের নিরাপত্তা বাহিনীর সদস্যাদের কাছ থেকে কমপক্ষে ২৪০ বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেছে বন্দুকধারীরা  । হামলায়  দায়িত্বে থাকা  দুজন কারাগারে দায়িত্ব কর্মকর্তা নিহত হয়েছেন।  

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলতি সপ্তাহের রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম  আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র ফ্রান্সিস ইনোবরে বলেন, আবুজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কগি রাজ্যের কাব্বার ওই কারাগার থেকে অন্তত ২৪০ জন বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে হামলাকারীরা। তবে হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি।  ছাড়িয়ে নেওয়া বন্দিদের ধরতে এরইমধ্যে কারা প্রশাসনের কন্ট্রোলার হালিরু নাবাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বন্দুকধারীরা তিন দিক থেকে কারাগারে হামলা চালায়। তারা গুলি করে ও বিষ্ফোরণ ঘটিয়ে বন্দিদের নিরাপত্তা বাহিনীর সমস্যাদের থেকে ছিনিয়ে নেয়। হামলায় দুজন কারাগারে দায়িত্ব কর্মকর্তা নিহত হয়েছেন।  

২০০৮ সালে নির্মিত ২০০ ধারণক্ষমতা সম্পন্ন কারাগারটিতে মোট ২৯৪ জন বন্দী ছিল। এরমধ্যে শাস্তি প্রাপ্ত ৭০ জন ও ২২৪ জন বিচারের অপেক্ষায় ছিলেন। কারাগারটিতে  নিরাপত্তা ব্যবস্থা খুব বেশি জোড়ালো ছিল না বলে জানা গেছে। 

একুশে সংবাদ/জা/মু

Link copied!