AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাজিলে মৃত্যুর রেকর্ড, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:১৭ পিএম, ২৪ মার্চ, ২০২১
ব্রাজিলে মৃত্যুর রেকর্ড, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা 

ব্রাজিলে মৃত্যুর মিছিলে থেমে নেই। দেশটিতে একদিনেই নতুন করে করোনায় ৩ হাজার ২৫১জন মারা গেছেন। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।
ব্রাজিলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৬৭৬ জনে।    

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের মাথায় রেকর্ড ভেঙে একদিনে দেশটিতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

এছাড়া দেশটিতে নতুন করে আরও ৮২ হাজার ৪৯৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ ৩০ হাজার ১৯ জনে।  


 ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন অক্সিজেনের অভাবে বড় ধরনের সংকটের মুখে রয়েছে ছয়টি প্রদেশ। এ ছাড়া আরও ১০টি প্রদেশ রয়েছে সতর্ক অবস্থায়।  

চলতি বছরের জানুয়ারি থেকে করোনার দ্বিতীয় ঢেউ চলছে ব্রাজিলে। প্রথম দফাতেও অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক খারাপ অবস্থা ছিল ব্রাজিলে। আর দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। 

একুশে সংবাদ / ড / এস


 

Link copied!