AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে করোনার টিকার প্রথম চালান  পাঠালো রাশিয়া


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০৮ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২১
ইরানে করোনার টিকার প্রথম চালান  পাঠালো রাশিয়া

করোনার রুশ টিকা 'স্পুটনিক-ভি' এর প্রথম চালান আজ (বৃহস্পতিবার) রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আজ মস্কোতে বলেছেন, করোনার টিকার প্রথম চালান বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের ১৬টি দেশে রাশিয়ার তৈরি টিকা 'স্পুটনিক-ভি' অনুমোদন পেয়েছে। ইরান ১৬তম দেশ হিসেবে এই টিকা অনুমোদন করেছে। 

গত সপ্তাহে করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়। ইরানি রাষ্ট্রদূত আরো বলেছেন, টিকা তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে যে, পরবর্তীতে রুশ টিকা ইরানেই যৌথভাবে তৈরি করা হবে।

রুশ টিকা নিরাপদ কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি এর আগে বলেছেন, কয়েক মাস ধরে রুশ টিকা ‘স্পুটনিক-ভি’ মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ এই টিকা নিয়েছেন। কোনো খারাপ প্রভাব দেখা যায়নি।

বিশ্বে রাশিয়াই প্রথম করোনার টিকা তৈরিতে সফল হওয়ার ঘোষণা দেয় এবং তা সেদেশের ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ অনুমোদন করে।

একুশেসংবাদ/অমৃ

Link copied!