AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পোলিও টিকার বদলে ১২ শিশু খেলো স্যানিটাইজার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:০৩ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২১
পোলিও টিকার বদলে ১২ শিশু খেলো স্যানিটাইজার

পোলিও টিকা খেতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীর হাতে স্যানিটাইজার খেতে হলো ১২ শিশুকে। ভারতের মহারাষ্ট্রের ঘটঞ্জি তহসিলের ভাম্বোরা স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনা ঘটেছে। টিকা নেয়ার পর ১২ জনের মধ্যে এক শিশু লাগাতার বমি করছিল। পোলিও খাওয়ার পর এমন হয় ভেবে প্রথমে গুরুত্ব দেননি কেউ। কিন্তু পড়ে জানা যায় স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে।

অসুস্থ ওই শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।  

খবরে বলা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে পোলিয়ো খাওয়ানো চলছিল। এ জন্য সকাল থেকে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। এর মধ্যেই অসাবধানতায় এই ঘটনা ঘটে যায়।

দুপুর ২টার মধ্যে ওই স্বাস্থ্যকেন্দ্রের ৩ কর্মী, ১ জন স্বাস্থ্য কর্মকর্তা, ১ জন আশাকর্মী এবং ১ জন অঙ্গনওয়াড়ি কর্মী ভুল বুঝতে পারেন। তড়িঘড়ি ওই ১২ শিশুকে ডেকে ফের পোলিও টিকা খাওয়ানো হয়। বিষয়টি জানতে পারেন গ্রামের পঞ্চায়েত প্রধান।

প্রশাসনের উচ্চ পর্যায়ে অভিযোগ জানান তিনি। এরপর ১২ শিশুকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দায়িত্বে অবহেলার জন্য ওই স্বাস্থ্যকেন্দ্রের ১ কর্মী, ১ চিকিৎসক এবং ১ আশাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হতে পারে জানিয়েছেন তিনি।

একুশেসংবাদ/অমৃ

Link copied!