AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বনেতাদের শুভেচ্ছায় ভাসছেন বাইডেন-কমলা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪৭ এএম, ২১ জানুয়ারি, ২০২১
বিশ্বনেতাদের শুভেচ্ছায় ভাসছেন বাইডেন-কমলা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের নতুন শাসক হিসেবে অভিষেক নিলেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র বা জো বাইডেন। সর্বশেষ নির্বাচনে ট্রাম্পকে নাস্তানাবুদ করে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাইডেন। এদিকে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গী হয়েছেন কমলা হ্যারিস। ২০ জানুয়ারি বাইডেন ও কমলা হ্যারিস তাদের অভিষেক দিনেই বিশ্বনেতাদের শুভেচ্ছায় শিক্ত হয়েছেন।  

নবনিযুক্ত এই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ট্রাম্পের ‘বন্ধু’ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জো বাইডেনকে আমার আন্তরিক অভিনন্দন। ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব জোরদারে তার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’

বাইডেন শপথ নেয়ার কয়েক মিনিট পরেই টুইট করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো। ম্যাঁখো তার টুইট বার্তায় বলেন, ‘আমরা এক সঙ্গে আছি। আমাদের সময়ে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আরও শক্তিশালী হব। নিজেদের ভবিষ্যৎ গড়তে আরও শক্তিশালী হব। বিশ্বকে রক্ষায় আমরা আরও শক্তিশালী হব।’  

প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক দিবসে জো বাইডেনকে অভিনন্দন। আমরা দুই দেশ মিলে ইতিহাসের বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। কমলা হ্যারিস ও আপনার প্রশাসনের সঙ্গে এই অংশীদারত্ব চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রয়েছি।’ 

জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততার মধ্যদিয়ে অংশীদারিত্ব গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, জনস্বাস্থ্যের উন্নতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও এর বাইরে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অপেক্ষায় রয়েছি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘জো বাইডেন ও কমলা হ্যারিস—ঐতিহাসিক এই অভিষেক দিবসে আপনাদের অভিনন্দন।’ বাইডেনের উদ্দেশে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন আপনার সঙ্গে আমার কয়েক দশকের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে।’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। আব্বাস বাইডেনের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেন, ‘এই অঞ্চল ও সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে আমরা এক সঙ্গে কাজ করব বলে প্রত্যাশা করছি।’

এদিকে,  নবনিযুক্ত এই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে আরও অভিনন্দন জানিয়েছেন ব্রিটেন, স্পেন, ফ্রান্স ও জাপানের শীর্ষ নেতারা।

একুশে সংবাদ/অমৃ

Link copied!