AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

হাসপাতালের কর্মচারীরা ধ্বংসস্তূপের নিচে আটকা, নিহত বেড়ে ৩৪


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৪৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০২১
হাসপাতালের কর্মচারীরা ধ্বংসস্তূপের নিচে আটকা, নিহত বেড়ে ৩৪

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। খবর সিএনএন।

এর আগে সিএনএন-এর খবরে ৭ জন নিহত হওয়ার কথা জানানো হয়। ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে নিরাপদ স্থানের দিকে ছুটতে থাকেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ম্যাজেন শহরে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এ ছাড়া পাশের মামুজু শহরে ৩ জন নিহত ও ২৪ জনের মতো আহত হন। নিহত বাকিদের বিষয়ে কিছু জানা যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ম্যাজেন শহর থেকে ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর কমপক্ষে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। 

মামুজু শহরের উদ্ধারকারী সংস্থার সদস্য আরিয়ান্টো বলেছেন, ভূমিকম্পে ‘ একটি হাসপাতাল সমতল হয়ে ধসে গেছে’। 

তিনি বলেন, সেখানে রোগী এবং হাসপাতালের কর্মচারীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং আমরা এখন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।


২০১৮ সালে সুলাওয়েশি দ্বীপের পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি হয়। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় ভূমিকম্পের কারণে অন্তত তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।

 

একুশে সংবাদ/য/এস

Link copied!