AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভয়াবহ সংকটাবস্থায় জার্মানি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪৫ এএম, ১৫ জানুয়ারি, ২০২১
ভয়াবহ সংকটাবস্থায় জার্মানি

জার্মানিতে করোনার তাণ্ডব দিন দিন বেড়েই চলছে।আগের দিন রেকর্ড মৃত্যুর পর আজও সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে ভয়াবহ সংকটাবস্থায় পড়েছে দেশটি। 

জার্মানির রোগ নিয়ন্ত্রণ বিভাগের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩ হাজার ৯৮৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে ভুগে মৃত্যুর মিছিল বেড়ে ৪৫ হাজার ৪৯২ জনে ঠেকেছে। 

অন্যদিকে, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও এখন পর্যন্ত তার সুফল তেমন একটা মিলেনি। তবে স্বাভাবিক চিকিৎসায় এখন পর্যন্ত বেঁচে ফিরেছেন ১৬ লাখ ২০ হাজার রোগী প্রায়। এর মধ্যে গত একদিনে সাড়ে ২৩ হাজার রোগী সুস্থতা লাভ করেছেন। 

দেশটিতে গত বছরের ১৬ ডিসেম্বর থেকে কঠোর লকডাউন জারি করা হয়েছে। তারপরও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। এমতবস্থায় ভ্রমণে কঠোর বিধি আরোপ করেছেন জার্মান চ্যাঞ্জেলর। 

গত ২৭ ডিসেম্বর থেকে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগ শুরু করে জার্মানি। ১৬টি রাজ্যের ২৭টি কেন্দ্র থেকে এর কার্যক্রম শুরু হয়। 

এদিকে নানা পদক্ষেপের পরও করোনা ভয়াবহ আকার ধারণ করায় ভ্রমণের উপর কঠোর বিধি নিষেধ আরোপ করেছে দেশটি।  

একুশে সংবাদ/এ/এস

Link copied!