AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিকাদান কর্মসূচী শুরু করলো ভারত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৪৭ এএম, ১৪ জানুয়ারি, ২০২১
টিকাদান কর্মসূচী শুরু করলো ভারত

আগামী ১৬ জানুয়ারী থেকে ১.৩ বিলিয়ন লোককে একযোগে টিকা দেওয়ার কমর্সূচী শুরু করবে ভারত। ভারতের সংশ্লিষ্ট কর্তারা এটিকে বিশ্বের বৃহত্তম টিকা দেওয়ার অভিযান বলে অভিহিত করেছেন।

এদিকে ভারতীয় বিমান সংস্থাগুলি গতকাল থেকে দেশব্যাপী কোভিড -১৯ টি ভ্যাকসিনের ব্যাচ সরবরাহ করা শুরু করেছে। 

দেশটির কর্তৃপক্ষ আশা ব্যক্ত করে বলেছেন, আগামী ছয় থেকে আট মাস ধরে ৩০০ মিলিয়ন উচ্চ-ঝুঁকিপূর্ণ মানুষের জীবন বাঁচাতে এটি কার্যকরি ভূমিকা রাখবে। 


সূত্রমতে প্রথমে এই ভ্যাকসিনটি ৩০ মিলিয়ন স্বাস্থ্য ও অন্যান্য সম্মুখসারীর কর্মীদের দেওয়া হবে। তারপরে ৫০ এর চেয়ে অধিক বয়সীদের।  

"সমস্ত রোগ থেকে মুক্ত থাকুক" - প্রতিটি বাক্সে এই স্লোগানটি ছাপিয়ে মঙ্গলবার সকালে পুনে থেকে ভারতের অন্যান্য অঞ্চলে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) কোভিশিল্ডের চালান পাঠানো হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৪ টায় এসআইআই প্রাঙ্গণ থেকে প্রেরণ শুরু হওয়ার পর থেকে দিল্লি, চেন্নাই, কলকাতা এবং হায়দরাবাদ, কোভিড -১৯ টি ভ্যাকসিনের চারটি প্রধান আঞ্চলিক ডিপো, তাদের কোভিশিল্ড ডোজ পরিমাণ ১০ ঘন্টাের মধ্যে পেয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত মোট ১.১ কোটি ডোজগুলির মধ্যে ৫৫ লাখই এসআইআই প্রাঙ্গণ থেকে প্রেরণ করা হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এসআইআইয়ের একজন প্রবীণ কর্মকর্তা বলেছেন, "বাকি ডোজগুলির পরিবহন অনুশীলন বুধবার সন্ধ্যা পর্যন্ত চলবে। 

খবর: গলফ নিউজ

একুশে সংবাদ/ এস/এস

Link copied!