AB Bank
ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ল্যাপটপের বাইপাস চার্জিং প্রযুক্তি এখন স্মার্টফোনে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৪ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৩
ল্যাপটপের বাইপাস চার্জিং প্রযুক্তি এখন স্মার্টফোনে

বাইপাস   শব্দটি   প্রায়   সবার   কাছেই   পরিচিত।বিভিন্ন অর্থে আমরা এই শব্দ ব্যবহার করে থাকি। এই যেমন, বিকল্প রাস্তা, হৃৎপিন্ডে রক্তচলাচলের নতুন পথ, অথবা চার্জিং প্রযুক্তি হিসেবে। প্রতিটি ক্ষেত্রেই শব্দটি বিকল্পকোনো পদ্ধতি বা রাস্তা বোঝায়। বাইপাস যখন চার্জিং প্রযুক্তি, তখন এর মাধ্যমেল্যাপটপ কাজ করবে ব্যাটারির সাহায্য ছাড়াই, শুধু চার্জারে যুক্ত থেকে। তাই নিরাপদ ওসেরা পারফরম্যান্স পেতে এখন স্মার্টফোনেও এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

 

ইনফিনিক্স   নোট   ৩০   সিরিজ   বাজারে   আসার   পর,   স্মার্টফোন   বাজারে   আবারো আলোচনায় বাইপাস চার্জিং প্রযুক্তি। এর আগে স্যামসাং, সনি, আসুস এবংঅন্যান্য   কিছু   উচ্চমূল্যের   স্মার্টফোনে   এই   প্রযুক্তি   পাওয়া   যেত।   কিন্তু   মাঝারিদামের   স্মার্টফোনে   সম্প্রতি   ইনফিনিক্স   এই   প্রযুক্তি   নিয়ে   এসেছে।   চলুনবিস্তারিত জানা যাক।সাধারণত, চার্জারের সাথে সংযুক্ত থাকা অবস্থায় প্রথমে ল্যাপটপের ব্যাটারি চার্জ হয়এবং এরপর ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ডিভাইসটি চলে।

 

এর মানে হলো শক্তির উৎসপ্রধানত   একটি।   তাহলে   ল্যাপটপের   বাইপাস   চার্জিংয়ের   অবদান   কী   এখানে?   এইপ্রযুক্তি থাকার ফলে, ব্যাটারিকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে, ডিভাইস সরাসরিচার্জার থেকে শক্তি গ্রহণ করতে পারে। এই দুই ধরনের শক্তির উৎসের সাহায্যে আমরাল্যাপটপ থেকে নিরবচ্ছিন্ন সেবা পেতে পারি। বাইপাস চার্জিং প্রযুক্তির সাহায্যে আমাদের স্মার্টফোনগুলোও এখন একইভাবে কাজকরতে সক্ষম হচ্ছে। ব্যাটারি সাহায্য ছাড়াই ফোন এখন ওয়াল চার্জারে রেখেই কাজচালিয়ে   যাওয়া   যায়।   এই   পদ্ধতিতে   যেহেতু   কোনো   ব্যাটারির   ব্যবহার   নেই,   তাইব্যাটারি পার্সেন্টেজ বাড়বেও না, কমবেও না। ফোনের মাদারবোর্ড সরাসরি শক্তিগ্রহণ   করে   ফোন   চালু   রাখে।   বাইপাস   চার্জিং   মোড   ব্যবহার   না   করলে   ফোনটিসাধারণ মোডে ফেরত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের স্মার্টফোনে এই উন্নতপ্রযুক্তি কেন প্রয়োজন? বর্তমানে   সাধারণ   কাজ,   বিনোদন   বা   গেমিং   ইত্যাদি   প্রয়োজনে   আমরাস্মার্টফোনেই   থাকি   সারাদিন।   এমনও   সময়   আসে   যখন   আমাদের   স্মার্টফোনকেচার্জে রেখেই  কাজ  করে  যেতে হয়।   সাধারণত,  চার্জিংয়ের সময়  ফোন  অনেক  তাপউৎপন্ন করে। ভিডিও এডিটিং বা গেমিংয়ের মতো কাজ করার সময় এই তাপ বেড়েদ্বিগুণ হয়, যা ফোনের জন্য খুবই বিপজ্জনক। স্মার্টফোনের ব্যাটারি ও অন্যান্য অংশেরজন্য অতিরিক্ত তাপ ক্ষতিকর। গরম ফোন হাতে ধরে রাখাও খুব একটা সুখকর অনুভ‚তি নয়।সুতরাং,   চার্জার   প¬াগ-ইন   করার   সময়   বাইপাস   চার্জিং   মোড   চালু   থাকলেস্মার্টফোন একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ ব্যাটারিতে পাঠায়। এরপর বাকি শক্তিফোনের   মাদারবোর্ডে   পাঠিয়ে   দেয়।   অর্থাৎ,   মাদারবোর্ডে   পাওয়ার   সাপ্লাইকেবাইপাস করে দেয়।

 

অল-রাউন্ড   ফাস্ট   চার্জিং   প্রযুক্তিসম্পন্ন   ইনফিনিক্স   নোট   ৩০   সিরিজ   এমনভাবেডিজাইন করা হয়েছে যেন ব্যাটারি ৩০ শতাংশ পর্যন্ত চার্জ হওয়ার পর এই চার্জবাইপাস হয়ে যায়। নোট ৩০ এবং নোট ৩০ প্রো এই দুটি মডেল এই সিরিজেরঅন্তর্ভুক্ত। বাংলাদেশের বাজারে নোট ৩০ প্রো স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ২৭,৯৯৯টাকায়। এর সাথে ২,০০০ টাকা সমমূল্যের একটি ওয়্যারলেস চার্জার ক্রেতারা পাচ্ছেনবিনামূল্যে।  নোট  ৩০ স্মার্টফোনের  ৮  জিবি+১২৮  জিবি  এবং   ৮   জিবি+২৫৬জিবি’র দুটি ভার্সন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৮,৯৯৯ এবং ২৩,৯৯৯ টাকায়।    ইনফিনিক্স:   ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্সব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকেকোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করাতাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সেরট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়।

 

“ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)” মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকেরতরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা,মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৪০টির বেশি দেশে এই কোম্পানির পণ্যবিক্রি   করা   হয়।   বিস্ময়কর   গতিতে   বিস্তার   ঘটছে   ইনফিনিক্সের।   ২০১৯-২০২১   সালেকোম্পানিটির   অভ‚তপূর্ব   ১৫৭%   প্রবৃদ্ধি   ঘটেছে।   চমকপ্রদ   ডিজাইন   ও   দারুণ   মানেরফ্ল্যাগশিপ-লেভেল ডিভাইস প্রস্তুত করা চালিয়ে যাওয়ার বড় পরিকল্পনাও তাদের রয়েছে।    

একুশে সংবাদ/স ক

Link copied!