AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন বছরে নতুন ফিচার নিয়ে এলো টুইটার


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬:১৫ পিএম, ৪ জানুয়ারি, ২০২৩
নতুন বছরে নতুন ফিচার নিয়ে এলো টুইটার

নতুন বছর উপলক্ষে ব্যবহারকারীদের জন্য দারুণ ভাবে সেজেছে টুইটার। বছরের প্রথমদিন থেকেই ব্যবহারকারীরা পাচ্ছেন ‘নেভিগেশন’ নামের নতুন একটি ফিচার।

 

টুইটারে অভিজ্ঞতাকে আরও সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে বলে জানান টুইটার মালিক ইলন মাস্ক। এ ফলে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানতে পারবেন।

 

টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় একটি ‘তারা’ চিহ্ন দেখা যাবে। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও। মাস্ক আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরও উন্নত করা হবে।

 

টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই মাস্ক ঘোষণা করেছিলেন, দ্রুত সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা দেওয়া চেষ্টায় কাজ করবে তার টিম। গত কয়েক মাসে বেশকিছু পরিবর্তন হয়েছে টুইটারে।

 

কয়েকদিন আগেই টুইটার নতুন আরও একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।

 

একুশে সংবাদ.কম/ঢা/সা’দ

Link copied!