AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজস্ব স্মার্টফোন তৈরির কথা ভাবছেন ইলন মাস্ক!


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪:৪৯ পিএম, ২৭ নভেম্বর, ২০২২
নিজস্ব স্মার্টফোন তৈরির কথা ভাবছেন ইলন মাস্ক!

অ্যাপল ও গুগল এই  শীর্ষ দুই প্রতিষ্ঠান তাদের অ্যাপস্টোর থেকে সোশ্যাল মিডিয়া টুইটার অ্যাপ সরিয়ে ফেলতে পারে—এমন শঙ্কা থেকে নিজস্ব স্মার্টফোন প্ল্যাটফর্ম তৈরির কথা বিবেচনা করছেন টুইটারের কর্ণধার ইলন মাস্ক।

 

শনিবার (২৬ নভেম্বর) টুইটারে এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, ‘আমি আশা করছি এমনটা যেন না হয়। কিন্তু হ্যাঁ, যদি কোনো উপায় না থাকে তাহলে বিকল্প ফোন বানাব আমি।’

 

এদিকে বেশ কিছুদিন ধরে অ্যাপল-গুগলের সাথে টেসলার প্রধানের সংঘাতের আভাস মিলছে। মূলত বিজ্ঞাপন, কনটেন্ট মডারেশন ও মাত্রাতিরিক্ত অ্যাপস্টোর ফির মতো নানা ব্যাপার নিয়েই এই সংঘাতের আভাস।

 

এদিকে গত সপ্তাহে টুইটারে নিষিদ্ধ হওয়া সব অ্যাকাউন্টের জন্য সাধারণ ক্ষমা প্রস্তাব দিয়ে ফের সমালোচনার মুখে পড়েন ইলন মাস্ক। তার সাম্প্রতিক এই উদারপন্থী কর্মকাণ্ডে অ্যাপল-গুগল থেকে টুইটার অ্যাপ মুছে দেয়ার শঙ্কা আরও বেড়ে যায়।

 

ডানপন্থী পডকাস্ট উপস্থাপক লিজ হুইলার অ্যাপল-গুগলকে পক্ষপাতদুষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান আখ্যা দিয়ে ‘টেলনফোন’ নির্মাণের জন্য ইলন মাস্ককে পরামর্শ দিয়ে টুইট করেছিলেন। যেখানে নিজের মন্তব্যে বিকল্প ফোন তৈরির ভাবনার কথা জানান ইলন।

 

একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর

Link copied!