AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যাপলকেও টেক্কা দিয়েছে এই ফোন! পেতে পারে বছরের সেরা অ্যাওয়ার্ড


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭:২৮ পিএম, ১৪ আগস্ট, ২০২২
অ্যাপলকেও টেক্কা দিয়েছে এই ফোন! পেতে পারে বছরের সেরা অ্যাওয়ার্ড

 

কেবল অ্যাপল, স্যামসাং নয়, রিয়েলমি, ভিভো, রেডমি, হুয়াই এর মতো সংস্থারাও প্রিমিয়াম ফোন এনেছে মার্কেটে। ফলে লড়াইও চলছে জোর। এরই মধ্যে এবছরের সেরা প্রিমিয়াম ফোনের নাম ঘোষণা হতে চলেছে।

 

বাজারে এখন প্রিমিয়াম মানের ফোনের চাহিদা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর কারণ অবশ্যই নতুন নতুন ফিচার এবং মাসিক কিস্তির সুবিধা। এর ফলে সাশ্রয়ের মধ্যেই পাওয়া যাচ্ছে সেই সকল ফোন। কেবল অ্যাপল, স্যামসাং নয়, রিয়েলমি, ভিভো, রেডমি, হুয়াই এর মতো সংস্থারাও প্রিমিয়াম ফোন এনেছে মার্কেটে৷ ফলে লড়াইও চলছে জোর। এরই মধ্যে এবছরের সেরা প্রিমিয়াম ফোনের নাম ঘোষণা হতে চলেছে।

 

টেকমহলের মতে Galaxy S22 Ultra ফোনটি এবছরে প্রিমিয়াম সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন। চলতি বছরের ফেব্রুয়ারিতে Galaxy S22 Ultra ফোনটি বাজারে এনেছিল স্যামসাং। এখনও পর্যন্ত এই ফোনটিই নজর কেড়েছে সকলের। তাই জনপ্রিয়তার নিরিখে সেরার সেরা জিততে পারে স্যামসাং সংস্থা, এমনটাই মনে করা হচ্ছে।

 

যদিও শেয়ার মার্কেটে স্যামসাংয়ের সময় খুব একটা ভাল চলছে না। শেষ ত্রৈমাসিকে অনেকটাই শেয়ার কমেছে সংস্থাটির। রিপোর্ট অনুযায়ী প্রিমিয়াম ফোন সেগমেন্টেই সেই পতন দেখা যায়। এর কারণ s21 সিরিজ লঞ্চের এক বছরেরও বেশি সময় পর Galaxy S22 বাজারে আনে সংস্থাটি। যদিও পারফরম্যান্সে সকলকে টেক্কা দিয়েছে এই ফোন। ওয়াকিবহাল মহলের মতে এই ফোন সেরা প্রিমিয়াম ফোনের সেগমেন্টে সেরা হলে শেয়ার ফের বাড়তে পারে স্যামসাংয়ের।

 

২০২১ স্যামসাং তাদের জনপ্রিয় নোট সিরিজটির উৎপাদন বন্ধ করে দেয়। বরং সেই নোটের বৈশিষ্ট্যগুলিকে S22 তে এনে এস পেনটিও নিয়ে আসে। ফলে এই ফোনে নোটবুকের আনন্দ পাচ্ছেন ইউজাররা। এখনও পর্যন্ত যা ট্রেন্ড সেই অনুযায়ী ১০.৯ মিলিয়ন ইউনিট বিক্রি হতে পারে ফোনটি। এই পরিসংখ্যান যদি ছুয়ে ফেলে স্যামসাং তবে তা হবে সংস্থার জন্য রেকর্ড।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!