AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আপনার স্মার্টফোনে গুগলের মাধ্যমে বাংলা লিখবেন যেভাবে


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬:৫৯ পিএম, ৩ জুলাই, ২০২২
আপনার স্মার্টফোনে গুগলের মাধ্যমে বাংলা লিখবেন যেভাবে

স্মার্টফোনে বাংলা টাইপ নিয়ে অনেকেই ভুগছেন। অনেকেই ব্যবহার করেন অভ্র বা বাংলা টাইপিং অ্যাপ। তবে এসব থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেও স্মার্টফোনে গুগলের মাধ্যমে বাংলা লেখা যাবে।

একুশে সংবাদের পাঠকদের জন্য তুলে ধরা হলো, কীভাবে স্মার্টফোনে গুগলের মাধ্যমে বাংলা লিখবেন-

স্মার্টফোনে বাংলা ফন্ট সেট করার জন্য কোনও বিশেষ অ্যাপের দরকার নেই। কারণ প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে বাংলা ফন্ট। যেকেউ চাইলে সেই বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন-

১। প্রথমে সেটিংস (Settings) ওপেন করুন।

২। এরপর একদম উপরে টাইপ করুন Language।

৩। টাইপ করার পর প্রথমেই আসবে Language & Input অপশন।

৪। ওই অপশনে ট্যাপ করুন। তাহলে একটি নতুন ট্যাব খুলবে।

৫। এতে দেখা মিলবে Add Language এর। সেখানে ট্যাপ করুন।

৬। এখানে ক্লিক করলে একাধিক Language দেখা যাবে। সেখানে টাইপ করুন Bengal।

৭। তার Bengal এর উপর ট্যাপ করলেই বাংলা ভাষা যুক্ত হবে।

এরপর আপনি যেখানেই টাইপ করুন না কেন, সব জায়গাতেই বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই টাইপ করতে পারবেন।

টাইপ করার সময় ফোনের টাইপিং কী বোর্ডে স্পেসবার-এ লং ট্যাপ করুন। তাহলে সেখানে একটি অপশন দেখা যাবে। যেখানে রয়েছে বাংলা এবং অন্য ভাষায় লেখার অপশন। আপনি যে ভাষায় টাইপ করতে চাইছেন সেই ভাষা সিলেক্ট করলেই লেখা সম্ভব হবে।

একুশে সংবাদ/এসএস

Link copied!