AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৭ পিএম, ৪ অক্টোবর, ২০২২
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে এন্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্বে প্রতিবছর ১৫ লাখ লোক এন্টিবায়োটিকের অপব্যবহারে মারা যায়।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া সরকারের মনোযোগ। কিন্তু না বুঝে এন্টিবায়োটিক ব্যবহারের কারণে দেশে নানা ধরনের জটিল রোগীর সংখ্যা বাড়ছে।

 

তিনি বলেন, প্রতিবছর এন্টিবায়োটিক অপব্যবহারের কারণে পৃথিবীতে ১৫ লাখ লোক মারা যায়। বাংলাদেশে এর ভয়াবহতা এখন অনেক। প্রয়োজন ছাড়া এখন এন্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে দেশে। খাদ্যদ্রব্যের মাধ্যমেও এন্টিবায়োটিক ঢোকে শরীরে। এটা দীর্ঘ মেয়াদি ক্ষতির কারণ হচ্ছে। ’

 

তিনি বলেন, ‘দেশে এন্টিবায়োটিক রোধ করার জন্য আইনের ঘাটতি রয়েছে। তাই সচেতনতা বাড়াতে হবে মানুষের মধ্যে। ’

 

ফার্মেসির কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘যেসব ফার্মেসির লাইসেন্স নেই, সেগুলো বন্ধ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ফার্মেসী চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেয়, সেগুলোর ব্যাপারে নজরদারি বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। ’

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সব ফার্মেসিকে। যারা নির্দেশনা মানবে না তাদের আইনের আওতায় আনা হবে। ’

 

দেশের ৯৮ ভাগ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলেও এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

একুশে সংবাদ.কম/ন.ট.জা.হা

 

Link copied!