AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত  ১৫২


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৫:০৫ পিএম, ২৬ জানুয়ারি, ২০২২
নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত  ১৫২

ছবি: একুশে সংবাদ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১২ হাজার ৩৮ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র‌্যাপিড অ্যান্টিজেনে ৯৩ পরীক্ষায় ৪৪ জন ও আরটিপিসিআর ল্যাবে ২০৮টি পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ৫০ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১১১ জন সদর উপজেলার, ৪ জন রায়পুরায়, ৬ জন বেলাব, ১ জন মনোহরদী, ১৮ জন শিবপুরের ও পলাশের বাসিন্দা ১২ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৫৬৫ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১২ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৫১১ জন, রায়পুরাতে ৬২৩ জন, বেলাবোতে ৭৯৫ জন, মনোহরদী ৯০০ জন, শিবপুরে ১ হাজার ৬০০ জন, পলাশে ১ হাজার ৭০৯ জন।

জেলার পলাশে নতুন একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।

একুশে সংবাদ/কু রুদ্র/এইচ আই

Link copied!