AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে করোনা রোগী শনাক্ত ৪৬ দশমিক ৮৪ শতাংশ


Ekushey Sangbad
উপজেলা প্রতিনিধি
০৪:২১ পিএম, ২৪ জানুয়ারি, ২০২২
নরসিংদীতে করোনা রোগী শনাক্ত ৪৬ দশমিক ৮৪ শতাংশ

ছবি: একুশে সংবাদ

পলাশ প্রতিনিধি: নরসিংদীতে আশংকাজনক হারে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘন্টায় র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১১১ জনের মধ্যে ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের হার ৪৬.৮৪ শতাংশ। 

আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে নরসিংদী সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। করোনায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন নরসিংদী সদর উপজেলার ২৯ জন, বেলাব উপজেলায় ১ জন, মনোহরদী উপজেলায় ১ জন, শিবপুর উপজেলায় ১২ জন ও পলাশ উপজেলায় ৩ জন।

তিনি আরও জানান, আজ পর্যন্ত নরসিংদী জেলায় মোট ১১ হাজার ৮৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ৬ হাজার ৩৭৮ জন, রায়পুরা উপজেলার ৬১৮ জন, বেলাব উপজেলার ৭৭৯ জন, মনোহরদী উপজেলার ৮৯৭ জন, শিবপুর উপজেলার ১ হাজার ৪৬৮জন ও পলাশ উপজেলার ১ হাজার ৬৮৯জন। ও আইসোলেশনমুক্ত হয়েছেন ১১ হাজার ৩৮৪ জন 

আজ পর্যন্ত নরসিংদী জেলায় ৯১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ৪১ জন, রায়পুরা উপজেলার ৯ জন, বেলাব উপজেলার ৯ জন, মনোহরদী উপজেলার ১১ জন, শিবপুর উপজেলার ৯ জন ও পলাশ উপজেলার ১২ জন। 


 
একুশে সংবাদ/সাব্বির হোসেন/এইচআই
 

Link copied!