AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে  ৩৬ দশমিক ৯০ শতাংশ করোনা শনাক্ত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৬:৫১ পিএম, ২০ জানুয়ারি, ২০২২
নরসিংদীতে  ৩৬ দশমিক ৯০ শতাংশ করোনা শনাক্ত

ছবি: একুশে সংবাদ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে একদিনে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১১ হাজার ৬০৬ জনে।

 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। র‌্যাপিড অ্যান্টিজেনের এই পরীক্ষায় ৩১ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় নমুনার হার ৩৬ দশমিক ৯০ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১২ জন সদর উপজেলার, ১১ জন বেলাব ও ৮ জন শিবপুরের বাসিন্দা।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬১ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১৫১ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৭ জন।

 

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ২৪৩ জন, রায়পুরাতে ৬১৮ জন, বেলাবোতে ৭৫০ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪৩৪ জন, পলাশে ১ হাজার ৬৬৪ জন।

 

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।

 

একুশে সংবাদ/সাইফুল ইসলাম রুদ্র/এইচআই
 

Link copied!