AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতদিন পর নোয়াখালীতে করোনায় মৃত ১ 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৩১ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২১
সাতদিন পর নোয়াখালীতে করোনায় মৃত ১ 

উন্নতির দিকে যাচ্ছে নোয়াখালীর করোনা পরিস্থিতি। সংক্রমণ ও মৃত্যুর হার ধীরে ধীরে কমতে শুরু করেছে।

জেলায় সাত দিন পর করোনায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নোয়াখালীতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২২৬ জনে। এর আগে গত ৪ সেপ্টেম্বর সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সদর উপজেলার একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২২৬ জনের। যার মধ্যে সদরের ৪১ জন আর বিভিন্ন উপজেলার ১৮৫ জন রয়েছেন।

তিনি আরও বলেন, নোয়াখালীর ল্যাবে ৩১৩টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ১৩ জন, বেগমগঞ্জের ২ জন, সোনাইমুড়ীর ২ জন, চাটখিলের ৩ জন এবং সেনবাগে ১ জন রয়েছেন।

নোয়াখালীতে এপর্যন্ত ২০ হাজার ৪৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ছয় হাজার ৭৫৪ জন সদরের আর ১৩ হাজার ৬৮৭ জন রয়েছেন বিভিন্ন উপজেলার।

একুশে সংবাদ/ঢা/তাশা

Link copied!