AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে২৪ ঘন্টায় মৃত্যু ১ : আক্রান্ত ৬৪


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৩৪ পিএম, ৯ এপ্রিল, ২০২১
নরসিংদীতে২৪ ঘন্টায় মৃত্যু ১ : আক্রান্ত ৬৪

নরসিংদী জেলায় ফের আশংকাজনক হারে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এ জেলায় নতুন করে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ এলাকার জসিম উদ্দিন (৬৫) নামে একজন করোনায় মৃত্যুসহ গত ২৪ ঘন্টায় ৬৪ আক্রান্ত হয়েছে।

আজ শুক্রবার (৯ এপ্রিল ) দুপুরে এ তথ্য জানান নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম। রাজধানীর আই পিএইচ এর পরীক্ষায় ৩২৯ টি নমুমার মধ্যে নরসিংদী সদরের ৫৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এছাড়াও সদর উপজেলার র‍েপিট অ্যান্টিজেন পরীক্ষায় ৪ জন ও শিবপুর রেপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্ত ৩ হাজার ৪১৭ জন ও মোট মৃত্যু ৫৬ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ হাজার ১৭৫জন, শিবপুর উপজেলায় ৩০৮ জন, পলাশ উপজেলায় ৩৭১জন, মনোহরদী উপজেলায় ১৯৬ জন, বেলাব উপজেলায় ১৬৪ জন ও রায়পুরা উপজেলায় ১৯৪ জন।

করোনাভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৮২২ জন। সুস্থদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১ হাজার ৭২৮ জন, শিবপুর উপজেলার ২৭৪ জন, পলাশ উপজেলার ৩৩৬ জন, মনোহরদী উপজেলার ১৮৬ জন, বেলাব উপজেলার ১৫৫ জন ও রায়পুরা উপজেলার ১৮৫ জন।

এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩০ জন, পলাশ উপজেলায় ৩ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, মনোহরদী উপজেলায় ২ জন ও শিবপুর উপজেলায় ৭ জন।


একুশে সংবাদ/সা/আ

Link copied!