চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত আলোচিত সিনেমা ‘জংলি’ মুক্তির অপেক্ষায়। তবে সিয়াম এবার দর্শকদের সামনে একেবারে ভিন্ন এক লুকে ধরা দিলেন। এর আগে সিনেমার প্রথম পোস্টারে খোঁচা খোঁচা দাড়ি, উসকো-খুসকো চুল আর কাঁধে কাক নিয়ে রাগী রূপে দেখা যায় সিয়ামকে, যা দর্শকদের চমকে দিয়েছিল।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের একটি পোস্টার শেয়ার করেন সিয়াম। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, "আমি আছি ‘জনি’র সাথে। ‘জংলি’র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার জনির সাথে পরিচিত হওয়ার পালা।"
সিয়ামের এই পোস্ট নতুন প্রশ্নের জন্ম দিয়েছে— তাহলে কি ‘জংলি’তে সিয়ামের ডাবল রোল রয়েছে? বিষয়টি সম্পর্কে দর্শকদের কৌতূহল রয়েছে।
সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এবং এরফান মৃধা শিবলু। ২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হওয়া এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে!
পরিচালক এম রাহিম জানিয়েছেন, আসল রহস্য জানতে হলে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

