বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর স্টুডিও থেকে নগদ ৪০ লাখ রুপি চুরি হয়েছে। এই ঘটনায় তার স্টুডিওতে কর্মরত এক সহকারী আশিস সায়াল-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি পলাতক, এবং পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে গোরেগাঁওয়ে অবস্থিত ‘ইউনিমিউজ রেকর্ডস প্রাইভেট লিমিটেড’ স্টুডিওতে এই চুরির ঘটনা ঘটে।
একটি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ৪০ লাখ রুপি নগদ অগ্রিম হিসেবে প্রীতমকে পাঠানো হয়। টাকা স্টুডিও ম্যানেজার বিনীত ছেদার কাছে পৌছে দেওয়া হয় এবং তিনি তা গুনে একটি ট্রলি ব্যাগে রাখেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রে স্বাক্ষর নেওয়ার জন্য প্রীতমের বাড়িতে যান। রাত সাড়ে ১০টার দিকে ফিরে এসে তিনি দেখেন ব্যাগটি স্টুডিও থেকে উধাও!
স্টুডিওর অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, আশিস সায়াল নামে এক সহকারী ব্যাগটি নিয়ে গিয়েছিলেন। দাবি করেছিলেন যে, তিনি এটি প্রীতমের বাড়িতে পৌছে দেবেন। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রাথমিকভাবে প্রীতম মনে করেছিলেন আশিস হয়তো কোনো কারণে ফেরার পথে আটকে পড়েছেন। কারণ তিনি গত ৭ বছর ধরে স্টুডিওতে কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে আগে কখনো কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও তার খোজ না মেলায়, ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
মালাড থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৮১ ধারায় (কর্মচারী কর্তৃক নিয়োগকর্তার সম্পত্তি চুরি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই আশিসের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। সাম্প্রতিক তার আর্থিক লেনদেন ও মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা মনে করছেন, আশিস যদি সম্প্রতি বড় অঙ্কের কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সেই সূত্র ধরেই তার চুরির কারণ খুঁজে পাওয়া যেতে পারে।স্টুডিওতে উপস্থিত অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আশাবাদী, শীঘ্রই আশিস সায়ালের খোঁজ পাওয়া যাবে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

