নির্মাতা সঞ্জয় সমদ্দার এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন নতুন সিনেমা ‘ইনসাফ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।
আজ বৃহস্পতিবার থেকে ঢাকার একটি লোকেশনে শুরু হয়েছে ‘ইনসাফ’ সিনেমাটির শুটিং। পরিচালক সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, “শিগগিরই আমরা শুটিং শুরু করছি।” তবে সিনেমার গল্প বা অন্যান্য বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না তিনি।
অন্যদিকে, সিনেমাটি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চান না তাসনিয়া ফারিণ। তবে গণমাধ্যমে কথা বলেছিলেন শরিফুল রাজ। তিনি বলেন, “দর্শকদের সামনে সব সময় নতুনভাবে আসতে চাই। এজন্য চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি। শুটিংয়ে থাকলে ভালো লাগে, না থাকলে অস্বস্তি লাগে। তবে ভালো গল্প ও চিত্রনাট্যে না পেলে তো আর হবে না।’
পরিচালক সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, মোশাররফ করিম ‘ইনসাফ’-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি নিয়ে আরও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

