AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাত্র তিন ছবিতে অভিনয় করে কোটি টাকার মালিক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৫৫ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

মাত্র তিন ছবিতে অভিনয় করে কোটি  টাকার মালিক

দঙ্গল কন্যা জায়রা ওয়াসিমকে সবাই সিক্রেট সুপারস্টার নামেই চেনেন। কম বাজেটের সেই ছবিটি অনেক প্রশংসা পেয়েছিল। তার মিষ্টি মুখ ও দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। জায়রার শুরুটা আমির খানের প্রযোজনা সংস্থার ছবি দঙ্গল থেকে। দ্যা স্কাই ইজ পিঙ্ক ছবিতেও অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর অভিনয় ছেড়ে দিয়ে সবাইকে অবাক করে দেন জায়রা। মাত্র তিনটি ছবিতে অভিনয় করেই জায়রা কীভাবে কোটি টাকার মালিক—জানেন?

 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, তিনটি ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার জিতে নিয়েছিলেন জায়রা।

Zaira Wasim (of ‍‍`Dangal‍‍` Fame) to Disassociate Herself From Movies | Filme  Shilmy

যে পুরস্কার পেতে বছরের পর-বছর অপেক্ষা করতে হয় বলিউডের নামী অভিনেত্রীদের। অল্প বয়সেই সেই পুরস্কার পান মিষ্টি মুখের এই অভিনেত্রী। 

জানা গেছে, তার যে টাকা আছে তা দিয়ে তার আগামী কয়েক প্রজন্মেও কোনও অভাব থাকবে না। কিন্তু সিক্রেট সুপারস্টার সফল হওয়ার পর হঠাৎ অভিনয় ছাড়েন জায়রা। যা ভক্তদের নিরাশ করেছিল। 
ধর্মের টানে অভিনয় জীবনের সমাপ্তি! সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলার  অনুরোধ জায়রা ওয়াসিমের » Najarbandi 24X7
আরও জানা গেছে, আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করতেই নাকি অভিনয় জগতকে চিরকালের জন্য গুডবাই জানিয়েছেন জায়রা। তবে অভিনেত্রীকে এখনও ভীষণ মিস করে বলিউড ও তার ভক্তরা। 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!