AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পান্‌থ প্রসাদের ‘সাবিত্রী’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৪

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পান্‌থ প্রসাদের ‘সাবিত্রী’

মুক্তিযুদ্ধ আর তার পরবর্তী সময়ের কঠিন বাস্তবতাকে ঘিরে নির্মিত সিনেমা ‘সাবিত্রী’। সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে চলেছে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

 

১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলছে পাঁচ দশকেরও বেশি সময় ধরে। চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে এ উৎসবের ২২তম আসর।

আগামী ২০ জানুয়ারি পর্দা উঠবে এ সিনেমা উৎসবের। রেইনবো ফিল্ম সোসাইটির পক্ষ থেকে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে ৭০টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে পান্‌থ প্রসাদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘সাবিত্রী’ সিনেমাটি।

এ সিনেমায় কাহিনিকার তুষার আবদুল্লাহর গল্প এগিয়ে চলেছে সাবিত্রী নামের এক চা শ্রমিককে কেন্দ্র করে। যিনি মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের লাঞ্ছনার শিকার হয়েছিলেন।

সিনেমায় দেখা যাবে, ১৯৭১ সালে দেশের জন্য সাবিত্রীর জীবন যেমন হুমকির মুখে পড়েছিল; ঠিক তেমনি স্বাধীন দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়, তখন তার সাক্ষী হতে গিয়েও সাবিত্রী ও তার যুদ্ধশিশু মঙ্গলকে টিকে থাকার জন্য প্রতিটি মুহূর্ত লড়াই করে যেতে হয়েছে।

পরিচালক পান্‌থ প্রসাদের দক্ষ নির্মাণশৈলীতে যা স্পষ্ট হয়ে উঠেছে রুপালি পর্দার ক্যানভাসে। সিনেমাটি সম্পাদনা, শব্দশৈলী ও রঙবিন্যাস করেছেন সুজন মাহমুদ।

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি আগামী ২৪ জানুয়ারি শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে বিকেল ৫টায় প্রদর্শিত হবে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নার্গিস, অনন্ত হিরা, সৈকত সিদ্দিকী, রোকেয়া প্রাচী, বৈশাখী ঘোষসহ আরও অনেকে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!