AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনীতি থেকে আয়ের টাকা কী করবেন, জানালেন মাহি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০০ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৩

রাজনীতি থেকে আয়ের টাকা কী করবেন, জানালেন মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া (মাহিয়া মাহি)। নির্বাচনে প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছেন ট্রাক। এই প্রতীকে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এ নায়িকা।


নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হলে সময় অভিনয়ে দেবেন, নাকি রাজনীতিতে? এ প্রশ্নের জবাবে মাহি বলেন, অভিনয় হচ্ছে আমার পেশা। অভিনয়ের কারণেই আপনারা এখানে সাক্ষাৎকার নিচ্ছেন আমার। আর আজকের এই পরিচিতি আমাকে ইন্ডাস্ট্রি দিয়েছে। আমি বলব অভিনয় থাকবে অভিনয়ের জায়গায়। তবে আমি মানুষের সেবা করব। কেননা, রাজনীতির মূলনীতি হচ্ছে মানুষের সেবা করা। আমি সেটাই করব।


বুধবার (২০ ডিসেম্বর) রাজশাহী সার্কিট হাউজে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মাহি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন নির্বাচন কমিশনকে কী বলেছেন, তারা কী বলেছেন- এসব তুলে ধরেন তিনি। একই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ অভিনেত্রী।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা প্রসঙ্গে উঠে আসে আয়ের ব্যাপার। তখন এ নায়িকা বলেন, আমার আয় তো হবে অভিনয় থেকে। এজন্য আমাকে কাজ করতে হবে। আর রাজনীতি থেকে যে আয় হবে, সেসব আমি জনগণের মাঝে বিলিয়ে দেব। এজন্য আমার কাজটা (অভিনয়) কাজের জায়গায় থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর এ পর্যন্ত কোনো হুমকি পেয়েছেন কিনা, এ ব্যাপারেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহি। বলেন, না, আমি এখন পর্যন্ত কোনো হুমকি পাইনি। আশা করি আমাকে হুমকি দেবেও না। নির্দিষ্ট করে বললে আপনাদের (সাংবাদিকরা) জন্য ভয়ে দেবে না হয়তো। আমার কর্মীদেরও হুমকি দেয়নি।

তবে সমস্যার কথাও জানিয়েছেন এ নায়িকা। নির্বাচনী প্রচারণার জন্য যে মাইকের প্রয়োজন হয়, সেই মাইক মালিক ভয়ে হয়তো মাইক ভাড়া দিতে চায় না। সে হয়তো ভাবে, মাইক নিয়ে বের হলে তাকে মারধর করা হবে। তো এসব কোনো বিষয় না বলেও জানান অভিনেত্রী মাহি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন এ অভিনেত্রী।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!