২০২১ সালের এপ্রিল মাসে প্রাক্তন স্বামী সাহিল সেহগলের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন কীর্তি কুলহারি। ৫ বছরের দাম্পত্যে ইতি টেনে ব্যক্তিগত জীবনেও নিজের মতো থাকার সিদ্ধান্ত নেন এ অভিনেত্রী।
এবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি। ‘সাচ ইজ লাইফ’- ছবির মাধ্যমে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি পরিচালনা করেছেন হর্ষ মহাদেশ্বর।

জানা গেছে, এক দম্পতির ঘটনাকে কেন্দ্র করে আগাবে চিত্রনাট্য। নির্মাতারা আমেরিকার ঠিকই, তবে কাহিনী বিন্যাস ভারতীয় গল্পকে কেন্দ্র করেই। আগামী বছর এপ্রিলে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

এরআগে ‘ফোর মোর শটস প্লিজ়’-এর মতো জনপ্রিয় সিরিজেও কীর্তিকে বলিষ্ঠ নারী চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

