বাংলাদেশের অনেক তারকাই এখন যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে নিবাস গড়েছেন। ছুটি পেলে ছুটে আসেন দেশের টানে। আবার মাঝে মাঝে যারা দেশের স্থায়ী বাসিন্দা তারাও মাঝে মাঝে ছুটে যান প্রিয় মানুষদের সঙ্গে দেখা করতে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে।
ঠিক তেমনি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে বেড়াতে এবং কয়েকটি শো’তে অংশগ্রহন করতে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। কাজের ফাঁকে ফাঁকে সেখানেও তিনি আড্ডাতে অংশগ্রহন করেন। ঠিক তেমনি এক আড্ডায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী কুমকুম হাসান, তারিন জাহান, প্রিয়া ডায়েস ও রিচি সোলায়মান। গল্প আড্ডায় মেতে উঠার পাশাপাশি টনি ডায়েসের ক্যামেরার ফ্রেমেও বন্দী হন তারা।

রিচি সোলায়মান বলেন, ‘এই সব প্রিয় মুখ, প্রিয় মানুষদের সঙ্গে গল্প করলে আড্ডা দিলে মনেই হয়না যে আমি আমরা দেশের বাইরে আছি। ভীষণ ভালো সময় কাটে। মনটা আনন্দে ভরে যায়। বিশেষত তারিন আপু এখানে আসলে আমাদের আড্ডাটা যেন আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠে। তাই বিশেষ ধন্যবাদ জানাই তারিন আপাকে। ধন্যবাদ জানাই টনি ভাই, প্রিয়া বৌদি’কে এমন আয়োজনের জন্য।’

এদিকে তারিন জানান আগামী মাসে দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি অভিনয়ে আবারো নিয়মিত হবেন। তারিন অভিনীত হৃদি হক ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি মুক্তি পায়। এটি সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত তারিন অভিনীত প্রথম সিনেমা।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

