AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রগরগে সমকামিতা নিয়ে মুখ খুললেন বাঁধন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:০৯ পিএম, ১৩ অক্টোবর, ২০২৩

রগরগে সমকামিতা নিয়ে মুখ খুললেন বাঁধন

গেল ৫ই অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘খুফিয়া’ নামের একটি সিনেমা। ওয়েব ফিল্মটিতে হিনা রহমান বা অক্টোপাস চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। আর প্রধান চরিত্রের অভিনেত্রী টাবু অভিনয় করেছেন কৃষ্ণা মেহরা চরিত্রে। ছবিতে তাদের মধ্যে সমকামী সম্পর্ক গড়ে ওঠে। ফলে ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা যায়।

টাবুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে বাঁধন কথা বলেছেন হিন্দুস্তান টাইমসের সঙ্গে। সেখানে তিনি শুটিংয়ের অভিজ্ঞতা, সমকামী চরিত্র নিয়ে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে মনের আগল খুলেছেন। বাঁধন বলেন, এই সিনেমার ‘খুফিয়া’ সিনেমার টিম ভীষণ পেশাদার। পেশাদারিত্বের সঙ্গেই কাজটি হয়েছে। আমরা যখন শট দিয়েছি, তখন সেট খালি করে দেয়া হয়েছিল।

মনিটরটা নিচে রাখা হয়েছিল। সেটে ছিলাম, আমি, টাবু, বিশালজি আর সিনেমাটোগ্রাফার। এক টেকেই শুট হয়েছে। আগেই ব্লকিং ক্যামেরাসহ করে নিয়েছিলাম। তা ছাড়া মুভমেন্ট, কতোটুকু কোথায় কী অভিব্যক্তি থাকবে, সবই আগে থেকেই ঠিক করা ছিল। তাই এটা করতে খুব বেশি বেগ পেতে হয়নি।

এদিকে এই দৃশ্য নিয়ে হওয়া সমালোচনা তার কানেও পৌঁছেছে। তবে তিনি বলেন, সমালোচনার চেয়ে প্রশংসাই বেশি পেয়েছি। অভিনেত্রীর কথায়, বাংলাদেশে আমার যে দর্শক, তাদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। এমনকি ভারতের দর্শকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমার দেশের দর্শক ইতিবাচক দৃষ্টিতেই আমার চরিত্রটি গ্রহণ করেছেন। অক্টোপাস (বাঁধন) ও কৃষ্ণা মেহরার (টাবু) অনস্ক্রিন কেমিস্ট্রি তাদের পছন্দ হয়েছে। টাবুর সঙ্গে আমার রসায়নটা ভীষণ কাব্যিক। এই রসায়নের একটা আলাদা ছন্দ আছে, যা দ্য গ্রেট বিশাল ভরদ্বাজ তুলে ধরেছেন।

পর্দায় টাবুর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য দেখে পরিবার ও ঘনিষ্ঠজনের প্রতিক্রিয়া জানতে চাইলে বাঁধন বলেন, দুর্দান্ত। আমার পরিবার, কাছের বন্ধু-বান্ধব সবাই আমার সিদ্ধান্ত, অভিনয়ের প্রশংসা করেছেন। গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশকে ‘হেয়’ করার অভিযোগও উঠেছে।

একুশে সংবাদ/এসআর

Link copied!