ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের কারণে ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে দুই অঞ্চলে। পাল্টাপাল্টি হামলার কারণে গাজায় কয়েক লাখ মানুষ ঘর ছাড়া। মৃত্যুর সংখ্যাও ক্রমশ বাড়ছে। কিছুক্ষণ পরপর বোমা বর্ষণ ও রকেট হামলা চলছে। উত্তেজিত পরিস্থিতি।
এবার ইসরায়েল-ফিলিস্তিনের এই সংঘাতের কারণে প্রাণ গেল ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুরা নায়েকের বোন ও বোনের জামাই। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভিডিওবার্তায় এমনটা জানিয়েছেন এ অভিনেত্রী।
মধুরা বলেন, আমি একজন ভারতীয় বংশোদ্ভূত ইহুদি। ভারতজুড়ে আমাদের সংখ্যা মাত্র তিন হাজার। অক্টোবরের ৭ তারিখে আমরা আমাদের পরিবারের এক কন্যা ও পুত্রকে হারিয়েছি। আমার বোন ওদায়া এবং তার স্বামীকে ঠান্ডা মাথায় খুন করেছে হামাস। তাদেরই সন্তানের সামনে।

তিনি আরও বলেন, আমরা যে শোকের মধ্য দিয়ে যাচ্ছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ইসরায়েল এই মুহূরের্ত অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে শিশু ও নারীদের রাস্তায় পুড়িয়ে মারছে তারা। বয়স্কদেরও রেহাই দিচ্ছে না। বেছে বেছে তাদেরও খুন করা হচ্ছে।
পাশাপাশি এ অভিনেত্রী আবেদন জানিয়েছেন বিশ্ববাসী যেন এই কঠিন সময়ে ইসরায়েলের পাশে দাঁড়ায়। তার ভাষ্যমতে―সবাই জানুক হামাস কতটা অমানবিক। একই সঙ্গে জানান, তিনি কোনো ধরনের সংঘাতকে সাপোর্ট করেন না।
প্রসঙ্গত, ভারতীয় এ টেলিভিশন অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে ‘কালার্স’র জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ। এর আগে ‘কাহে না কাহে’, ‘শকুন্তলা’, ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দু?’, ‘তুম ইয়েসে হি রেহনা’ ও ‘কসৌটি জিন্দেগি কে’তে দেখা গেছে তাকে।
একুশে সংবাদ/আর.টি/না.স



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

