রহস্য নিয়ে হাজির হলেন বলিউড ভাইজান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন সালমান খান। সঙ্গে অল্পবয়সী এক মেয়ে, যার মুখ দেখা যাচ্ছে না! তারপর থেকেই ভক্তদের মাঝে আলোচনার ঝড় উঠেছে।
রহস্যে ভরপুর সেই ছবিতে দুজনেরই পরনে ছিল ম্যাচিং সাদা রঙের ট্রাকস্যুট। মেয়েটির ট্রাকস্যুটের পেছনে লেখা ‘২৭/১২’। যা অভিনেতার জন্মদিন ২৭ ডিসেম্বরকে মনে করিয়ে দেয়। আর মেয়েটি যে আপনজনদের কেউ একজন হতে পারে, সেই ইঙ্গিত মিলেছে সালমানের ক্যাপশনে।
তিনি লিখেছেন, আমি সবসময় আপনার পেছনে থাকব। এছাড়া শেয়ার করা ছবিটির ওপর লিখেছেন, আগামীকাল আমার হৃদয়ের একটি অংশ শেয়ার করব। সালমানের পোস্টের এইসব ক্যাপশনই রীতিমত জল্পনা তৈরি করেছে নেটিজেনদের মাঝে।
কেউ কেউ বলছেন, শেষমেশ ভাইজান হয়তো বিয়ে করতে চলেছেন। কেউ বলছেন, প্রকাশ্যে এলেন ভাবি! আবার কেউবা বলছেন, নতুন কোনো নায়িকার আত্মপ্রকাশ করতে চলেছেন ভাইজান।
তবে নেটিজেনদের একটি অংশ মনে করছেন, এই নতুন নায়িকা আর কেউ নয়; সালমানেরই ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। তাকে নিয়ে এবার কোনো পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে হাজির হতে যাচ্ছেন অভিনেতা। যদিও কে সেই মেয়ে কিংবা আসল ঘটনা কী—তা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।
প্রসঙ্গত, গত বছরের শেষদিকে শোনা যাচ্ছিল বলিউডে বলিউডে পা রাখছেন সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ অগ্নিহোত্রী। অবশেষে সেটাই হতে যাচ্ছে। পরিচালক সৌমেন্দ্র পাড়ির ‘ফররে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। চলতি বছরের ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

