AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরাণের জন্য সেরা গায়িকার পুরস্কারে ভূষিত লুইপা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:১০ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

পরাণের জন্য সেরা গায়িকার পুরস্কারে ভূষিত লুইপা

গেলো বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিলো রায়হান রাফি পরিচালিত পরাণ। এই সিনেমার শ্রুতিমধুর গান ছিলো এই প্রজন্মের নন্দিত সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার কন্ঠে ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে হারিয়ে গেলাম গানটি।

 

গানটির লিপসিং-এ ছিলেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। গানে লুইপার সঙ্গে দ্বৈতকন্ঠে গেয়েছিলেন গানটিরই সুরকার ইমন চৌধুরী। রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটি লুইপার সঙ্গীত জীবনে প্রকাশিত প্রথম প্লে-ব্যাক। গানটির জন্য লুইপা বেশ সাড়া পেয়ে আসছিলেন। এখনো এই গানের জন্য তিনি স্টেজ শোগুলোতে অনুরোধ পেয়ে থাকেন গাইবার জন্য। 

এই গানের জন্যই লুইপা ২০২২ সালের সেরা সঙ্গীতশিল্পী (সিনেমার গান ক্যাটাগরিতে) হিসেবে সম্মাননা গ্রহন করেছেন। সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ‘বাবিসাস’ আয়োজিত অনুষ্ঠানে লুইপার হাতে এই সেরা গায়িকার পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, এমপির হাত থেকে এই সম্মাননা গ্রহন করেন লুইপা। 

লুইপা বলেন, নিজের জীবনের প্রথম প্লে-ব্যাকের জন্য সেরা গায়িকার পুরস্কারপ্রাপ্তি সত্যিই আমার জন্য অনেক অনেক ভালোলাগার।গানটি শুরু থেকে একটু একটু করে শ্রোতা দর্শকের ভালোবাসা ভালোলাগায় পরিণত হয়। ধন্যবাদ গানের গীতিকার ও সুরকারকে। আমার কন্ঠে এমন একটি গান শিল্পী জীবনে অনন্য সংযোগ নিঃসন্দেহে। কৃতজ্ঞতা বাবিসাস পরিবারকে আমাকে প্লে-ব্যাকে ২০২২ সালের সেরা গায়িকা হিসেবে পুরস্কৃত করার জন্য। দর্শক শ্রোতাদের প্রতি অসীম ভালোবাসা আমার গায়কী  কে, আমার চলার পথকে সবসময় অনুপ্রেরণা দেবার জন্য। আগামীতে আরো ভালো ভালো গান গাইবার পরিকল্পনা নিয়েই এগিয়ে চলেছি।
 

একুশে সংবাদ/এসআর/না.স 

Link copied!