AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুবলীর সঙ্গেই বেশি কাজ সীমান্তের


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:২৩ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
বুবলীর সঙ্গেই বেশি কাজ সীমান্তের

প্রায় আট বছর ধরেই সিনেমাতে অভিনয় করছেন সীমান্ত আহমেদ। ২০১৫ সালে তিনি প্রথম দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমাতে তিনি প্রথম অভিনয় করেন। এরপর একে একে আজ পর্যন্ত তিনি ৪০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। একজন চরিত্রাভিনেতা হিসেবে বিভিন্ন সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেই তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। সিনেমাতে কিছু কিছু চরিত্রেও যেন সীমান্ত হয়ে উঠেছেন অত্যাবশ্যকীয় একজন অভিনেতা। যে কারণে অভিনয়ে তার ব্যস্তা বেড়েছে। শুধু সিনেমাতেই নয়, নাটকে এবং ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি সমানতালে।

বাংলাদেশের নায়িকাদের মধ্যে সীমান্ত এখন পর্যন্ত তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর সঙ্গে। তবে অপু বিশ্বাসের সঙ্গেও সীমান্ত অভিনয় করেছেন (একটি মাত্র সিনেমায়-নাম: প্রেম প্রীতি বন্ধন)।

ববুলীর সঙ্গে তিনি পাঁচ/ছয়টি সিনেমাতে অভিনয় করেছেন। বুবলীর সঙ্গে সীমান্ত প্রথম অভিনয় করেছেন রাজু চৌধুরীর ‘শ্যুটার’ সিনেমায়। পরবর্তীতে তিনি বুবলীর সঙ্গে মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’, কাজী হায়াতের ‘বীর’, এমডি ইকবালের ‘রিভেঞ্জ’ ও ‘বিট্রে’ , তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’, জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমাতে অভিনয় করেছেন। এসব সিনেমার মধ্যে বেশ কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

সীমান্ত আহমেদ বলেন, ‘বাংলাদেশে এই মুহুর্তে জনপ্রিয়তার শীর্ষে থাকা অন্যতম নায়িকা বুবলী। তারসঙ্গে কাজ করে আমার এতো ভালো লাগছে যে সত্যিই তা ভাষায় বর্ণণা করা সম্ভব নয়। তার মতো এতো ডেডিকেটেড শিল্পী আমি জীবনে খুব কম দেখেছি। পাসওয়ার্ড সিনেমার শুটিংয়ের সময় আমাদেরকে ২১ ঘণ্টা কাজ করতে হয়েছিলো। এতো ঘণ্টা কাজ করার পরও তারমধ্যে কোনো ক্লান্তি দেখিনি, দেখিনি একটুও বোরিং হতে। সবচেয়ে বড় যে বিষয়টি উল্লেখ করার মতো, তা হলো তাকে যদি ভোর ছয়টায় কলটাইম দেয়া হয় তিনি তার আগেই চলে আসেন। সত্যি তার অভিনয়, তার ব্যক্তিত্ব এবং সর্বোপরি অভিনয়ের জন্য এই যে তার নিবেদিত মন-প্রাণ, তাতে মুগ্ধ আমি। ধন্যবাদ জানাই পরিচালকদের বুবলী আপার সঙ্গে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’

এদিকে সীমান্ত শাফিন আহমেদের পরিচালনায় ‘দ্য স্টেশন’ ও আরাফাত হোসেনের পরিচালনায় ‘বিয়োগ’ নামের দু’টি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা দ্য ডন’-এও অভিনয় করেছেন তিনি। আট-নয়টি যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয় করেছেন তিনি।


একুশে সংবাদ/এসআর
 

Link copied!