AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাচা বাদ, অনলি মামা ইজ রিয়েল: পরী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৫৭ পিএম, ২৯ জুলাই, ২০২৩

চাচা বাদ, অনলি মামা ইজ রিয়েল: পরী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার এখন ব্যস্ততা সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে। যার প্রমাণ এই অভিনেত্রীর ফেসবুকের একাধিক পোস্ট। এদিকে, নির্মাতা রায়হান রাফির সঙ্গে বেশ ভালো সম্পর্ক তারকা দম্পতি রাজ-পরীর। আর তমা মির্জা-পরীমনি পুরনো বন্ধু। 

 

  শুক্রবার (২৮ জুলাই) হাঠৎ মিলিত হলেন তাদের। এদিনের আনন্দ-আড্ডা ছবি তারা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু পরীমনির ক্যাপশনে ধরা পড়লো অন্যকিছু। রাজকে অনেকটা খোঁচাই মেরে বসলেন এই নায়িকা। ক্যাপশনে পরী লিখে দিলেন, চাচা বাদ। অনলি মামা ইজ রিয়েল।

 

  এদিকে রাফীর বাসায় তাদের দেখে অনেকেই মনে করছেন, তবে কি রাফীর নেক্সট প্রজেক্টে নায়িকা হয়ে আসছেন পরীমনি! নাকি রাজকে ঘিরে তৈরি রাফীর সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনা মুছতেই পরীর পক্ষে এই হাসি উৎসব! 

 

  রাফী বললেন, পরী ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই। তবে কোনও প্রজেক্টের বিষয়ে কাল ও আমার বাসায় আসেনি। কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক। এখানে প্রফেশনাল কোনও আলাপ হয়নি। জাস্ট হাহা-হিহি করেছি আমরা।

 

একুশেসংবাদ.কম/বিএস

Link copied!